ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়রসহ ৩৮ জনের নামে অভিযোগ দাখিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৩ মে ২০১৭ | আপডেট: ১১:০৬, ৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল হক মীরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ৩৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল হকের আদালতে এই অভিযোগপত্র জমা দেন। শাহজাদপুর থানার ওসি জানান, অভিযুক্তদের মধ্যে ১৮ জন এজাহারভুক্ত এবং ভিডিও ফুটেজ দেখে বাকী ২০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন জেলহাজতে রয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি। এদিকে, চার্জশিট দাখিলের ঘটনায় সন্তোষ প্রকাশ করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি