ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সাইনবোর্ড ছাড়া কিছুই হয়নি সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে (ভিডিও)

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৪, ২০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

অবৈধ দখলমুক্তির আট বছরেও সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে গড়ে ওঠেনি স্মৃতি সংগ্রহশালা। এ নিয়ে আক্ষেপ সংস্কৃতিকর্মীদের। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির এই মহানায়িকার বাড়ি পাবনা শহরের হেমসাগর লেনে।

অসামান্য সৌন্দর্য্য আর অভিনয় দক্ষতায় বাঙালির কাছে চিরস্মরণীয় সুচিত্রা সেন। হেমসাগর লেনের এই বাড়িতে কেটেছে তার শৈশব-কৈশোর। বাড়িটির কোনায় কোনায় ছড়িয়ে আছে সেসব স্মৃতি। 

বহু বছর ধরে দখলে রেখে কিন্ডারগার্টেন স্কুল চালাচ্ছিল ইমাম গাজ্জালি ট্রাস্ট। সংস্কৃতিকর্মীদের আন্দোলনে নানা আইনি জটিলতা পেরিয়ে ২০১৪ সালে বাড়িটি দখলমুক্ত করে জেলা প্রশাসন। এরপর সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা ও ফিল্ম আর্কাইভ স্থাপনের পদক্ষেপ নেয়া হয়।

কিন্তু এ পর্যন্ত সাইনবোর্ড পরিবর্তন ও সামান্য কিছু সংস্কার কাজ ছাড়া কোনো প্রতিশ্রুতিই পূরণ হয়নি। প্রায় সময়ই বাড়িটি তালাবন্ধ থাকায় ক্ষুব্ধ দর্শনার্থীরা।

দশনার্থীরা জানান, “সংগ্রহশালাটি নিয়মিতভাবে খোলা হয় না। বেশিরভাগ সময়ে বন্ধ থাকে। কিছু লোক বলছে আজ সাপ্তাহিক ছুটি, অনেকে বলেছে সপ্তাহে তিনদিন বন্ধ, তিনদিন খোলা।”

সংস্কৃতিকর্মীরা বলেন, “এখানে ফিল্ম আর্কাইভ বা সুচিত্রা সেনের নামে একটা ইনস্টিটিউট হবে এরকম একা প্রত্যাশা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রত্যাশার জায়গাটা পাবনার মানুষের পূরণ হয়নি।”

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ড. মো. হাবিবুল্লাহ বলেন, “সুচিত্রা সেনের নামে এখানে একটি কমপ্লক্সে গড়ে উঠুক, সেখান থেকে চলচ্চিত্রসহ শিল্পেনার নানা মাধ্যম নিয়ে আমরা কাজ করতে পারি।”

গেলো ৬ এপ্রিল সুচিত্রার জন্মদিনে তার মুর‌্যালে শ্রদ্ধা জানিয়ে একই দাবি জানান সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতারা। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, “সুচিত্র সেনের জন্মদিবস ও মৃত্যুদিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত। তিনি বাংলা-ভারতসহ এই উপমহাদেশে আমাদের অহঙ্কার।”

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু বলেন, “সংগ্রহশালার জন্য একটি নান্দনিক প্রকল্প রয়েছে সরকারের। সেই প্রকল্পটি যাতে তাড়াতাড়ি বাস্তবায়িত হয়।”

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটা প্রকল্প আছে এবং পর্যটন মন্ত্রণালয়েও আমরা একটা চাহিদা দিয়েছি, এখানে যাতে একটা পর্যটন স্পট গড়ে উঠানো যায়।”

সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখাসহ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে দ্রুত পদক্ষেপ চান পাবনাবাসী। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি