ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের শুভসূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ১০ মে ২০২৪ | আপডেট: ১৮:৫৪, ১০ মে ২০২৪

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে শুভসূচনা পেয়েছে টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এমন সমীকরণের সামনে থেকে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

এদিকে, আজক দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় খেলছেন সৌম্য সরকার। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান ও তানজিম হাসান সাকিব। তাদের জায়গা করে দিতে বাদ দেওয়া হয়েছে সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। শুরু থেকে কিছুটা নড়বড়ে ছিলেন সৌম্য। তবে অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করছেন তামিম। বর্তমানে তামিম ৩৯ ও সৌম্য ২ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম।

এমএম//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি