ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সাগরে আটকা পড়া জাহাজ কর্মীদের উদ্ধারে জাতিসংঘের চেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২০

(ছবি- এপি)

(ছবি- এপি)

করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর প্রাদূর্ভাব ঠেকাতে বিভিন্ন দেশে সমুদ্র বন্দর বন্ধ থাকায় সাগরেই আটকে পড়েছেন বহু জাহাজ কর্মী। ৩ লাখের অধিক মালবাহী জাহাজে কর্মরত জাহাজের ক্যাপ্টেন ও প্রকৌশলীসহ অন্যান্য জাহাজ শ্রমিকদের উদ্ধার করেছে জাতিসংঘ। খবর ভয়েস অব আমেরিকা’র। 

জানা যায়, করোনার কারণে বহু দেশের বন্দরে এসব শ্রমিকদের অবাঞ্চিত বলে ঘোষণা করা হয়। ফলে জাহাজ পরিচালনায় সরবরাহ ও কারিগরিক সহায়তা থেকে মাসের পর মাস জাহাজগুলি বঞ্চিত হতে থাকে। এমনি ভাসমান রয়েছে এক বছর বা অধিক সময় ধরে বহু মালবাহী জাহাজ।

বহু দেশের সীমান্ত ও বিমান চলাচল বন্ধ বা সীমিত থাকায় সাগরে দীর্ঘদিন ধরে আটকা পড়া জাহাজকর্মীদের বদলি করাও সম্ভব হয়নি। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি