ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

সাত তলা থেকে পড়েও অক্ষত শিশু! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ১ আগস্ট ২০১৯

বাসার সাত তলার বারান্দার কার্নিশে ঝুলছিল তিন বছরের একটি শিশু। ভয়াবহ সেই দৃশ্য দেখেই বিল্ডিংয়ের নীচে জড় হয়ে যায় বেশ কিছু মানুষ। তাদের উপস্থিত বুদ্ধিতেই বারান্দা থেকে পড়ে গিয়েও অক্ষত ছিল শিশুটি। 

ঘটনাটি দক্ষিণ-পশ্চিম চিনের চংকিং শহরের। শিশুটি পড়ে যাওয়ার আগেই ওই কার্নিশ বরাবর নীচে দ্রুত কম্বল ধরে দাঁড়িয়ে পড়েন বেশ কয়েকজন। পড়তে না পড়তেই কম্বলের মধ্যে লুফে নেওয়া হয় শিশুটিকে।

আবাসন চত্বরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়ে। এ থেকেই সারা দুনিয়ায় ঘটনাটি ভাইরাল হয়ে যায়। 

ঝু ইয়ানহুই নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কোন ভাবে বারান্দা থেকে কার্নিশে পড়ে গিয়েছিল ওই শিশুটি। দুই-এক বার কার্নিশ বেয়ে ওঠারও চেষ্টা করে সে। কিন্তু বার বার হাত পিছলে যাচ্ছিল তার। ওই সময় তার পরিবারের কোন বড় সদস্য সে কথা জানতেই পারেননি। কিন্তু নীচের রাস্তায় কেউ কেউ সেই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন। দ্রুত জড় হয়ে যান অনেকে। 

আশপাশের বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে রাস্তায় চলাচলকারী লোকজন দৃশ্যটি অবলোকন করেন। ঝু ইয়ানহুও তাদেরই একজন।
শিশুটি যে পড়ে যাবে সেটা বুঝেই দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবতে শুরু করেন রাস্তার এসব লোকজন। এর মধ্য থেকে একজন কোথা থেকে একটি সাদা কম্বল জোগাড় করে আনেন, দ্রুত সেটি ধরে দাঁড়িয়ে পড়েন অনেকে।

দশ সেকেন্ডের মধ্যেই শিশুটি পড়ে গেলে তাকে লুফে নেন সবাই। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির গায়ে একটি আঁচড়ও লাগেনি।

এএইচ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি