ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ-মধুরিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

অনেকটা গোপনে বিয়ে করলেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথিদের উপস্থিতিতে ‌বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাত পাকে বাঁধা পড়েন তারা। যেখানে মিডিয়ার প্রবেশ ছিল নিষিদ্ধ।

এদিন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই জীবনের এই সুন্দর মুহূর্তটি কাটাতে চেয়েছিলেন অনির্বাণ। বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রেজিস্ট্রির পর মালাবদল ও সিঁদুর দান পর্ব হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, জয়রাজ ভট্টাচার্য প্রমুখ। আজ শুক্রবার বড় করে অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, অনির্বাণ-মধুরিমার সম্পর্ক দীর্ঘদিনের। নাটক করতে গিয়েই দুজনের পরিচয় হয়।

উল্লেখ্য, বিখ্যাত মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর কন্যা মধুরিমার সঙ্গে ‘‌সংঘারাম’ নাট্যদলে একসঙ্গে কাজ করেছেন অনির্বাণ।‌ এরপর ‘‌হস্তগত’ আর ‘‌উদারনীতি’ নামে দু’‌টো নাটকে কাজ করেছিলেন তারা। প্রথমটি মধুরিমা পরিচালনা করেছিলেন। দ্বিতীয়টি অনির্বাণ নিজেই। আর সেখান থেকেই ভালো লাগা, ভালোবাসা, প্রেম এবং অবশেষে বিয়ে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি