ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ভিডিও দেখুন

সাদামাটাভাবেই শেষ হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ পূজামন্ডপের দুর্গোৎসব

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৮, ২৬ অক্টোবর ২০২০

বাগেরহাটের হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির দুর্গাপূজা। ২০১১ সালে ২৫১টি প্রতিমা নিয়ে এই মন্ডপের যাত্রা শুরু হলেও গত বছর যার সংখ্যা বেড়ে হয়েছিল ৮৫১টি। প্রতিমার সংখ্যায় যা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পূজামন্ডপ হিসেবে পরিচিত। 

প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে এখানে আসেন ভক্ত-দর্শকরা। কিন্তু করোনার কারণে এ বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। 

করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে শিকদার বাড়িতে মূল মন্দিরে শুধু মা দুর্গার প্রতিমা দিয়েই শেষ হচ্ছে এবারের পূজা। বাড়তি আয়োজন না থাকলেও শিকদার বাড়িতে আসছেন অসংখ্য ভক্ত-দর্শনার্থী। আগামী বছর এখানে পুরো আয়োজন দেখতে চান তারা। 

ভক্ত-দর্শনার্থী জানান, ‘করোনার কারণে মনে হচ্ছে কাঙ্খিত প্রত্যাশা পূরণ হলো না। অন্যান্যবারের চেয়ে সবকিছুই এবার সীমিত। তারপরও আমরা আনন্দিত। এই মন্দির এশিয়ার সবেচেয়ে বৃহৎ মন্দির, আমরা আশা করবো পরবর্তী বছরগুলোতে যেন সেভাবে হয়।’

শিকদার বাড়ি পূজা মন্ডপের আয়োজক লিটন শিকদার জানান, ‘আগামী বছর যদি চলমান করোনা সংকট কাটিয়ে অর্থনৈতিক অবস্থা সচল হয়, তাহলে আগেরমতোই উৎসবমুখর পরিবেশে দুর্গোৎমব হবে।’

এআই/ এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি