ঢাকা, বৃহস্পতিবার   ০৪ ডিসেম্বর ২০২৫

সাভারে গোলাগুলি: যুবক গুলিবিদ্ধ, পিস্তলসহ গ্রেপ্তার ৪

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ভোররাতে তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয় বলে তথ‍্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ির কবরস্থান সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সীমান্ত সরকারকে গুলি করে মান্নান পাটোয়ারী গ্রুপ। এ ঘটনায় গুলিবিদ্ধ সীমান্ত সরকারকে দ্রুত  সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

এ ঘটনার জানার পরপরই  ডিবি পুলিশ অভিযান চালিয়ে আজ ভোররাতে পলাশবাড়ি হতে গ্রেফতার করে আব্দুল মান্নান পাটোয়ারী ও সাভার থানা রোড হতে মনোয়ার হোসেন টিটু, আল আমীন স্বপন ও জুলহাস মিয়া নামে চারজনকে। এসময় উদ্ধার করা হয় আমেরিকার তৈরি ৭•৬৫ বোরের একটি বাটযুক্ত বিদেশী পিস্তল। সাথে ছিল গুলির খোসা ও ম‍্যাগজিন।  

পরে তাদের অস্ত্র ও সন্ত্রাসী আইনে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ দুপুরে তাদের আদালতে প্রেরণ করে। 

এ ব‍্যাপারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, তাদের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে গোলাগুলির ঘটনা ঘটে গুলিবিদ্ধ হয় ওই যুবক। পরে অভিযান চালিয়ে অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। আরও কেউ জড়িত থাকলেও তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি