ঢাকা, রবিবার   ১৬ নভেম্বর ২০২৫

সাভারে পার্কিং করা বাসে আগুন, লাফিয়ে প্রাণে বাঁচলেন চালক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২, ১৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসষ্ট‍্যান্ড সংলগ্ন এলাকায় একটি পার্কিং করা বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। 

এ সময় বাসটির প্রায় বিশ শতাংশ ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনাটি শনিবার (১৫ নভেম্বর) রাত এগারোটার দিকে ঘটে। 

সাভার ফায়ার স্টেশনের  ফায়ার ফাইটার পলাশ মিয়া জানান, রাত প্রায় এগারোটার দিকে খবর পেয়ে দুটি ইউনিট গেন্ডা বাসস্ট‍্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশে গিয়ে বাসটির আগুন পুরোপুরি নির্বাপন করে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তদন্ত শেষে এ ব‍্যাপারে বলা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

বাসচালক মোঃ সেলিম জানান, তিনি বাসের মধ‍্যে ঘুমিয়ে ছিলেন, হঠাৎ বাসের পেছন অংশে আগুন দেখতে পেয়ে বাস থেকে নেমে পরেন। এরপর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর কাজ করে। তবে কিভাবে আগুন লেগেছে তা তিনি দেখেননি বলেও জানান। 

বাস মালিক মোঃ রফিকুল ইসলাম খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে বিষয়টি জানিনা। আমার কোন শত্রু নেই। তাই কে আগুন লাগাবে? তার এই বাসসহ নয়টি বাস আছে। এটি মেট্রো গার্মেন্টস নামের কারখানার শ্রমিকদের যাওয়া আসায় ব‍্যবহার হতো বলেও তিনি জানান।

সাভার থানা পুলিশের পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এটি কোন নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি