ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সাভারে যুবককে অপহরণের অভিযোগে আটক ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এক যুবককে অপহরণের পর আটকে রেখে টাকা দাবির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছেন পুলিশ। এঘটনায় অবহৃত যুবকের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আটককৃতরা হলেন- মো. সোহেল মিয়া (১৯), সাগর হোসেন (১৬), মো. সাদি (১৮), সোহেল রানা (১৬) এবং মানিক হোসেন (১৮)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসাআই) আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সকালে মিরাজুল ইসলাম নামে এক যুবককে আশুলিয়ার গৌরিপুর এলাকার পলমল গার্মেন্টস এর সামন থেকে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। পরে তাকে স্থানীয় স্বপ্নপুরী এলাকায় নিয়ে গিয়ে একটি রুমের মধ্যে আটকে রেখে সঙ্গে থাকা নগদ টাকা এবং মোবাইলফোন ছিনিয়ে নেয়। এরপর ওই যুবকের পরিবারের নিকট থেকে মোটা অংকের টাকা আদায়ের জন্য স্বজনদের ফোন করতে বলে। আটককৃত ওই যুবক কৌশলে তার পরিবারকে অপহরণের বিষয়টি জানিয়ে দেয়। কিছু সময়ের ব্যবধানে আটককৃত যুবকের বাবা ঘটনাস্থলে লোকজন নিয়ে উপস্থিত হলে কৌশলে অপহরনকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে মিরাজুল তার বাবাকে সঙ্গে নিয়ে বিষয়টি আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এর কার্যালয়ে গিয়ে জানান। এসময় চেয়ারম্যানের নির্দেশে স্থানীয়রা ওই পাঁচ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এঘটনায় আটককৃত পাঁচ যুবকের বিরুদ্ধে আশুলিয়ার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি