ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ১৬:৫৮, ১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার অদূরে সাভারে গাড়ি চাপায় শিশু খাদ্য উৎপাদনকারী বেসরকারী প্রতিষ্ঠান নেসলে কোম্পানীর বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোমন হোসেন রাকিব (৩০) নওগাঁ জেলার সদর থানার কেশবপুর গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে। বর্তমানে সাভারের ডগরমোড়ায় এলাকায় বসবাস করতেন ও নেসলে কোম্পনীতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। সড়কে সিসি টিভি ফুটেজ দেখে গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি