ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সাভারে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ তিনজন নিহত

সাভার প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৬:১৯, ২৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১০, ২৪ নভেম্বর ২০১৮

রাজধানী ঢাকার অদূরে ঢাকা আরিচা মহাসড়কের দুটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আহত সোহেল রানা শেখ রাসেল ক্লাবের ফুটবলার। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা আফরিন আক্তার ও ৫ বছরের শিশু ছেলে আবদুল্লাহ নিহত হয়। এসময় গুরুতর আহত হন বাবা সোহেল রানা। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানায়। 

পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জের শিবালয় থেকে বাবা সোহেল, তার স্ত্রী ঝুমা খাতুন ও ৫ বছরের ছেলে আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেল যোগে আশুলিয়ার নবীনগরের দিকে আসছিলেন। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি আশুলিয়ার নবীনগর কোহিনুর স্পিনিং মিলের নিকট পৌঁছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে মা ঝুমা খাতুন (২২) ও ৫ বছরের ছেলে আব্দুল্লাহ নিহত হয়। তাদের মাথায় প্রচন্ড আঘাতে ফেটে যায়। ঘটনাস্থলেই মা ছেলের মৃত্যু হয়। 

এসময় বাবাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেন। ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। চালক ও ট্রাকটি ধরতে পুলিশের চেষ্টা চলছে। 

অন্যদিকে সাভারের মজিদপুর এলাকায় ইতিহাস পরিবহনের চাপায় মাহেলা খাতুন নামের এক (৫৫) নারী নিহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। নিহতের বাড়ি সাভারের মজিদপুর এলাকায়।

পৃথক দুটি ঘটনায় আশুলিয়া ও সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি