সামাজিক মাধ্যমের ওপর করারোপ উগান্ডায়
প্রকাশিত : ১৪:৪৯, ৪ জুলাই ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম ব্যবহারের উপর কর আরোপ করেছে উগান্ডার সরকার। এসব জনপ্রিয় সোশ্যাল সাইট ব্যবহার করলে কর গুনতে হবে সেদেশের নাগরিকদের। এমনই আইন জারি করল ইওয়েরি মসুভেনি সরকার।
শুধুই সোশ্যাল অ্যাপস নয়, মানি-অ্যাপের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ করা হয়েছে।
গত ১ জুন মাস থেকে সোশ্যাল মাধ্যমে সময় কাটালে প্রতিদিন ২০০ শিলিংস করে গ্যাঁটের কড়ি খরচ করতে হচ্ছে সেদেশের নাগরিকদের।
সেদেশের এক নাগরিকের কথায়, ‘ঘুম থেকে উঠে দেখছি হোয়াটসঅ্যাপ, ফেসবুক কাজ করছে না। দু’দিন আগেই তো ১০ জিবি ডেটা কিনেছিলাম। তাহলে...পরে মনে পড়ল ও, আজ তো ১ জুলাই। সোশ্যাল মাধ্যমে কর বসিয়েছে দেশ।’
তবে, মসুভেনি সরকারের এই পদক্ষেপে রীতিমতো ফুঁসে উঠেছে সেদেশের নাগরিকেরা। তাঁরা অভিযোগ করছেন, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে সেদেশের সরকার। উগান্ডার ৪১ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন।
গত মে মাসেই সরকার জানিয়েছিল, সোশ্যাল মাধ্যমে লাগাম টানতে কড়া এই পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। সোশ্যাল মাধ্যমে নাগরিকদের সময় কাটানোয় হস্তক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে সেদেশের অর্থমন্ত্রীকে। চলতি বছরের মে মাসে সোশ্যাল এবং মানি অ্যাপে কর বসানোর আইন পাশ হয়েছে উগান্ডার সংসদে।
তবে, সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কর বাবদ অর্থ খরচ করা হবে সেদেশের ইন্টারনেট প্রযুক্তির উন্নতিতে।
কেআই/ এআর
আরও পড়ুন