ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যম আনছেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:৫৯, ২১ অক্টোবর ২০২১

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ আসছে। ট্রুথ সোশ্যালের একটি প্রাথমিক সংস্করণ আগামী মাসে আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত করা হবে এবং ২০২২ সালের প্রথম তিন মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সকলের জন্য তা উন্মুক্ত করা হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটি চালু করছে। এ প্ল্যাটফর্মে ভিডিও-অন-ডিমান্ড সার্ভিসে 'নন-ওক' বিনোদন প্রোগ্রামিং, খবর, পডকাস্ট এবং আরও অনেক কিছু থাকবে।

ট্রুথ সোশ্যালের আগমনকে 'বড় প্রযুক্তির অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো' বলে উল্লেখ করেছেন ট্রাম্প। 

টিএমটিজি বলেছে, এটি নাসডাকের তালিকাভুক্ত একটি বিশেষ উদ্দেশ্য অর্জনকারী সংস্থার (এসপএসি) এর সঙ্গে একীভূত হতে চায়। এটি টিএমটিজিকে একটি সর্বজনীন তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পরিণত হতে সহায়তা করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পরে জানুয়ারিতে ক্যাপিটাল হিলে হামলা হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে ট্রাম্পের টুইটার এবং ফেসবুকে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর ঘোষণা দেন ট্রাম্প।

সূত্র: বিবিসি

এসবি/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি