ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সাম্প্রদায়িক সহিংসতায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ১০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গত আড়াই মাসে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দেশে মোট ৮৮টি মামলা করা হয়েছে এবং এসব মামলায় ৭০ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এসব তথ্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সূত্রে পাওয়া বলেও জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, সাম্প্রদায়িক হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ অক্টোবরের পরের ঘটনাগুলোর আপডেট শিগগির দেওয়া হবে। এগুলো নিয়ে কাজ চলছে।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি