ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সারাদেশে অধঃস্তন আদালতে ২২ হাজার ৮৭৩ আসামির জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১ মে ২০২১

সারাদেশে অধঃস্তন আদালত হতে ১৩ কার্যদিবসে ২২ হাজার ৮৭৩ জন আসামি জামিনে মুক্ত হয়েছেন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান। 

তিনি বলেন, মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর তের কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিন প্রাপ্ত হয়ে মোট ২২ হাজার ৮৭৩ জন আসামি কারাগার হতে মুক্ত হয়েছেন। এ সময়ে ৪১ হাজার ৯২০টি আবেদন নিস্পত্তি হয়েছে।

তিনি জানান, গত ২৯ এপ্রিল সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৯৪৪টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৪১২ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

সুপ্রিমকোর্ট মুখপাত্র আরো জানান, এ পর্যন্ত মোট ১৩ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২৮৯ জন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি