সারাদেশে একযোগে বোমা হামলার পরিকল্পনা করেছে নব্য জেএমবি, আটক প্রকৌশলীসহ ৫
প্রকাশিত : ২০:২২, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ২০:২২, ২১ মার্চ ২০১৭
সারাদেশে একযোগে বোমা হামলার পরিকল্পনা করেছে নব্য জেএমবি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগঠনটির ৫ সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব। গ্রেপ্তার জঙ্গিদের মধ্যে বহুজাতিক কোম্পানিতে কর্মরত একজনসহ দুই প্রকৌশলী রয়েছে। হলি আর্টিজান রেস্তোঁরা ও র্যাব ক্যাম্পে হামলার ঘটনায়ও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
রাজধানীর বাড্ডা ও সায়েদাবাদ এলাকা থেকে সোমবার রাতে নব্য জেএমবি’র অন্যতম নেতা প্রকৌশলী অলিউজ্জামান অলি ও তার ৪ সহযোগিকে গ্রেপ্তার করে র্যাব। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করা অলি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত। তার আরেক সহযোগি আনোয়ারুল আলমও প্রকৌশলী বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, ডামি পিস্তল ও বন্দুক এবং ৩ লক্ষাধিক টাকা উদ্ধার হয়। তাদের আরও দুই সহযোগির খোঁজ চলছে বলে এই সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রেপ্তার জঙ্গিদের একজন সালেহ আহমেদ সিলেট ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নানের আত্মীয় বলেও জানানো হয়।
হলি আর্টিজান রেস্তোঁরা ও র্যাব ক্যাম্পে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন