ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

সারাদেশে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ২৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৬ জন মারা গেছে। এছাড়া ঝড়ে উপড়ে গেছে গাছপালা, ক্ষতি হয়েছে ফসলি ক্ষেত ও ঘরবাড়ির। বিরুপ আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশের জনজীবন।

দেশের বিভিন্ন স্থানে গতরাত থেকেই শুরু হয় বৈশাখী ঝড় ও বৃষ্টি। সকালে আকাশ কালো করে আবারো বজ্র-বৃষ্টির শুরু। দমকা হাওয়ায় ভাঙে গাছ-পালা, ক্ষতি হয় ফসলি ক্ষেত ও বাড়ি ঘরের। ঝড় বৃষ্টিতে স্থবির হয়ে পড়ে জন-জীবন।

সিরাজগঞ্জে সকাল থেকে শুরু হয় ভারি বর্ষণ। জেলার শাহজাদপুর, কাজিপুর ও কামারখন্দে বজ্রপাতে পিতা পুত্রসহ ৫ জনের মৃত্যু হয়। নাটোরে ভোর থেকেই শুরু হয় ভারী বর্ষণ। বজ্রপাতে জেলার সিংড়ায় এক শিশু মারা গেছে।

নওগাঁয় মুষলধারে বৃষ্টিতে বোরোর ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রপাতে সাপাহারের শিমুলডাঙ্গায় সোনাভান বিবি নামে এক গৃহবধু মারা গেছেন। বগুড়ার গাবতলীতে বজ্রপাতে মারা গেছেন দুজন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে আব্দুর রহিম নাম এক কৃষকের মৃত্যু হয়েছে। বরগুনায় মারা গেছে একজন।

বজ্রপাতে মাগুরার পৃথক স্থানে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া মোবাইল ফোনের টাওয়ার থেকে পড়ে মারা গেছে এক শ্রমিক। নোয়াখালীর লক্ষ্মীনারায়ণপুর গ্রামে বজ্রপাতে ইকবাল হাসনাত পিয়াল নামে এক স্কুল ছাত্র মারা গেছে।

বজ্রপাতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে এক নারী ও সুনামগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে। গাজীপুরে বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধ্বসে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

 ভিডিও:

 

 

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি