ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সার্ক ফোয়ারার আইল্যান্ডে ট্রাকের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৪:৫৭, ১৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

সার্ক ফোয়ারার উপর ট্রাক তুলে দিয়ে পালিয়েছে চালক ও সহকারি।
শনিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সোনারগাঁও হোটেলের কাছে ঘটে এ’ ঘটনা। হঠাৎ বিকট শব্দে ট্রাকটি আঘাত হানে কারওয়ানবাজার মোড়ের সার্ক ফোয়ারার আইল্যান্ডে। ঘটনার পরপরই আশপাশে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ ছুটে আসে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ট্রাকের টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে, এতে হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি একটি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি