ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সার্বভৌম দেশে অন্যের হস্তক্ষেপ বন্ধের খসড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ সম্মেলনের তৃতীয় দিনের আয়োজনে সদস্য দেশগুলো একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে অনেকটাই একমত হয়েছে। আরেক সেশনে সব দেশকে গণতন্ত্রের ধারায় থাকার আহবানও জানানো হয়। সুপারিশ করা হয় প্রত্যেক দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে অর্থনৈতিক প্রবৃদ্ধির আওতায় আনার।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের তৃতীয় দিনে ’পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্ট্যান্ডিং কমিটি’র বৈঠকে আলোচনা হয়, সার্বভৌম দেশে অন্যের হস্তক্ষেপ বন্ধের খসড়া রেজুলেশন নিয়ে।

সদস্য দেশগুলোর দেয়া ১৪২টি সংশোধনী নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। তবে বাংলাদেশ এর পক্ষে সম্মতি দিয়েছে আগেই।

যদিও কমিটির সভাপতি বলছেন, জটিল এই প্রক্রিয়ায় আলোচনার মধ্য দিয়েই নির্ধারিত হচ্ছে সীমা-পরিসীমা।

পরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সেক্রেটারি জেনারেল জানান, মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রেজুলেশন হচ্ছে।

গণতন্ত্র শীর্ষক দিনের আরেক সেশনে সদস্য রাষ্ট্রগুলোকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার আহবান জানানো হয়।

বৈঠকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত ¡নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সেশন সঞ্চালক।

তৃতীয় এক বেঠকে প্রত্যেক দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে অর্থনৈতিক প্রবৃদ্ধির আওতায় আনারও সুপারিশ দেয়া হয়।

সবগুলো প্রস্তাবনা জেনারেল অ্যাসেম্বলিতে গৃহীত হলেই তা নিয়ে কাজ করবে সংস্থাটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি