ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সার্বভৌমত্বের জন্য হুমকি হলে ছাড় না দেয়ার হুশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:১৩, ১ জুলাই ২০১৭

সার্বভৌমত্বের জন্য হুমকি হলে কোন ছাড় না দেয়ার হুশিয়ারি দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের শপথ অনুষ্ঠানে এ হুমকি দেন তিনি।
সিকিম সীমান্তে চিনের সামরিক ঘাঁটি নির্মান নিয়ে যখন ভারতের সাথে উত্তেজনা চলছে ঠিক এ সময়ই এমন এক মন্তব্য করলেন জিনপিং। এদিকে এ শপথকে কেন্দ্র করে বিক্ষোভ করছে গণতন্ত্রপন্থিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। অন্যদিকে রাজপথে পাল্টা অবস্থান নিয়েছে চীনপন্থিরাও।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি