ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমান আকর্ষণীয় পুরুষ: ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:২৪, ১৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় এখন বচ্চন বাড়ির বৌ। গুঞ্জন রয়েছে, তার রূপে মুগ্ধ হয়েই সালমান খান পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপর সম্পর্ক গড়েন ঐশ্বরিয়ার সঙ্গে।

তবে ঐশ্বরিয়া-সালমানের সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। ভাইজান এখনও ব্যাচেলর অপরদিকে বিয়ে পুরোদস্তুর সংসারী হয়েছেন ঐশ্বরিয়া। এরপরও নানাভাবে তারা খবরের শিরোনাম হন।

তেমনি একটি ঘটনা ১৯৯৯ সালে ঘটেছিল। অভিনেত্রী, সঞ্চালিকা সিমি গারওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখোমুখি হন ঐশ্বরিয়া। যেখানে সালমান খানকে সবচেয়ে ‘সেক্সিয়েস্ট’ এবং ‘গর্জিয়াস ম্যান’ হিসেবে মন্তব্য করেন ঐশ্বরিয়া।

এদিকে সালমান খানের সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্ক করলেও সেটি বেশি দিন যায়নি।  পরে অভিষেক বচ্চনকে বিয়ে করে এখন বচ্চন বাড়ির বৌ তিনি।

সূত্র : জিনিউজ

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি