ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

সিংড়ায় কোটি টাকা মূল্যের কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৪, ৯ এপ্রিল ২০২০

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় প্রায় কোটি টাকা মূল্যের প্রাচীন মোঘল আমলের কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে। বুধবার রাতে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের দুর্গম বিয়াশ গ্রামের একটি পুরাতন পুকুর সংস্কারকালে মূর্তিটি উদ্ধার করে স্থানীয়রা। পরে থানায় তা হস্তান্তর করা হয়।

স্থানীয় ইউপি সদস্য তারেক হোসেন দুলাল মুর্তি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাচীন আমলের এই মূর্তিটি সরকারি সম্পদ তাই প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, বিয়াশ গ্রামে একটি পুকুর সংস্কার করার সময় কাদার মধ্যে থেকে মূর্তিটি উদ্ধার করে শ্রমিকরা। পরে মুর্তিটি সিংড়া থানা পুলিশের  পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৫০ কেজি ওজনের প্রাচীন এই কষ্ঠি পাথরের মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী মূর্তি উদ্ধার ও থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরকে//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি