সিনিয়র সহকারী জজ পদে ৭৭ জনের পদোন্নতি
প্রকাশিত : ১৫:২৩, ৩০ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে ২০১৪-২০১৫ সালে যোগদান করা ৭৭ জন সহকারী জজকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
সোমবার (৩০ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের (প্রশাসন-১) ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আদেশ-২০১৬ এর বেতন স্কেলের চতুর্থ গ্রেডের বেতনক্রম অনুসারে সিনিয়র সহকারী জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি প্রদান করা হলো।
এসব কর্মকর্তা স্ব স্ব কর্মস্থলে পদোন্নতিপ্রাপ্ত পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আরও পড়ুন