ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জ-৫ আসনে লতিফ বিশ্বাসের জন্য নৌকা চেয়ে মোনাজাত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:১৩, ৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ-৫ আসনে (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের জন্য নৌকা চেয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তৃনমুলের সাধারন নেতা-কর্মীরা। শুক্রবার জুমার নামাজ শেষে তার নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় বিশেষ এ দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার দুপুরে মনোনয়ন পত্র সংগ্রহের জন্য কেন্দ্রীয় অফিসে যখন সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস অবস্থান করছেন। তখন এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বেতিল কবরস্থান হাফিজিয়া মাদ্রাসায় এক দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করে। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলের আয়োজকদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল আলম মাষ্টার ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে যাবার মত যোগ্যতা আমাদের নেই। দলকে শক্তিশালী, এলাকার উন্নয়ন ও নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে লতিফ বিশ্বাসের বিকল্প নেই।

গত ৫টি বছর বর্তমান এমপি কোন ক্ষেত্রে ভুমিকা রাখেনি। বিরোধী দলের সাথে লড়তে লতিফ বিশ্বাস ছাড়া এখানে কারো বিজয়ী হওয়া সম্ভব নয়। তাই সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানাচ্ছি তাকে নৌকার মনোনয়ন দেবার জন্য। তারা জানান, লতিফ বিশ্বাসের জন্য নয়, আমাদের জন্য এবং দলকে বিজয়ী করতে লতিফ বিশ্বাসকেই প্রয়োজন। আমাদের অনুরোধ শেখ হাসিনা যেন তার প্রতি এবং আমাদের প্রতি সদয় হন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি