ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩৪, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ সদরে এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার গভীর রাতে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামে ঘটনা ঘটে

নিহত সাথী আক্তার (১৮) জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে। তিনি এবার শিয়ালকোল আবদুল্লাহ আল-মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।

স্থানীদের বরাত দিয়ে সদর থানা সূত্রে জানা যায়, রোববার বিকালে সাথীকে বাড়িতে রেখে পাশের গ্রামে আত্মীয়ের বাড়ি যান তার বাবা মা। তাঁরা রাতে বাড়ি এসে দেখেন, সাথী বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি বাঁশঝাড়ে সাথীর গলাকাটা মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ আজ সোমবার ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি