ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সিরাজগঞ্জে ঘূর্ণিঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত

প্রকাশিত : ২২:২৮, ২৯ মে ২০১৯

সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর থানার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে কয়েক`শ কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঝড়ে গাছপালা ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বৈদুতিক খুটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এসএম সাইফুর রহমান জানান,গত মঙ্গলবার রাত ১১ থেকে ১২টা পর্যন্ত আকষ্মিকভাবে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া,দৌলতপুর, এনায়েতপুর ও আশপাশের এলাকায় ঘূর্ণিঝড় ও বজ্রসহ বৃষ্টির ব্যাপক তান্ডব চলে। এতে ধুকুরিয়া বেড়া বাজারসহ লক্ষীপুর,পিড়ারচর,সাতলাঠি,দৌলতপুর, এনায়েতপুর গোপালপুর,বেতিলচরের প্রায় কয়েকশ কাঁচা ঘর-বাড়ি,দোকানপাট, হাজার-হাজার গাছপালা ও জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়। তখন ঘর ও গাছ পড়ে পিড়ারচরের বৃদ্ধাসহ অন্তত ১০ জন আহত হয়।

এছাড়া ধুকুরিয়া বেড়া, লক্ষীপুর, পিড়ারচর, সাতলাঠি ও ব্রাক্ষ্মনগ্রামের গাছ পড়ে অর্ধ শতাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে রাত থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিধ্বস্ত এলাকাসমূহ উপজেলা প্রশাসন পরিদর্শন করেছে।

এমএস/কেআই 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি