ঢাকা, সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ও ভাঙ্গাবাড়ি মহল্লায় দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৮-৩০ জন আহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে জেলার কাঠেরপুল এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) রাতে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, মারামারির ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি