ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ৮ মে ২০১৭ | আপডেট: ১২:৫৩, ৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ৩টি ওজন স্কেলের মধ্যে ১টি বন্ধ থাকায় পশ্চিম সংযোগ মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লাইনে সেতুর ৩টি ওজন স্কেলের ১ টি বন্ধ থাকায় এ যানজট সৃষ্টি হয়েছে। গত রাত থেকে থেমে চলছে ট্রাক, বাসসহ ভারী যানবাহনগুলো। পরে ভোর থেকে সেতুর পশ্চিম পাড় গোলচত্বর থেকে নলকা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি