ঢাকা, সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে ৬ আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৭, ২৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের ৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহকারী ৫৭ জনের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সহ অন্যান্য দল ও স্বতন্ত্র মিলে মোট ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।

জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা নিজে বা তাদের প্রতিনিধির মাধ্যমে ফরম জমা দেন।

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত, এ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওঃ শাহিনুর আলম, সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াতের অধ্যক্ষ আলী আলম, সিরাজগঞ্জ-১ আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী সাব্বির আহমেদ তামিম, সিরাজগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির ফজলুল হক ডনু, রয়েছেন।

এদিকে সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে পদত্যাগ করে এনসিপি হতে মনোনয়ন নেয়া সাবেক এমপি মনজুর কাদের মনোনয়ন পত্র জমা দেননি বলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন। তিনি জানান, শেষ দিনে মোট ৪৫ জন প্রার্থী জেলার ৬টি আসনে প্রতিদ্বন্ধীতার জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি