ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জে ৮টি পাইপগানসহ যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৭, ২৮ আগস্ট ২০২০

সিরাজগঞ্জের বেলকুচি থেকে ৮টি দেশীয় তৈরী পাইপগানসহ গোপাল চন্দ্র সূত্রধর নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বেলকুচি উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত গোপাল চন্দ্র সূত্রধর (৩৪) বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এসআই নাজমুল ইসলামকে সাথে নিয়ে তার নেতৃত্বে একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেলকুচির মুকুন্দগাঁতী বাজারে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নিই। তখন এক যুবককে একটি ব্যাগ হাতে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা কালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। 

পরে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৮টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গেফতারকৃত আসামি গোপাল সূত্রধর এর আগেও দেশীয় তৈরী পাইপগানসহ গ্রেফতার হয়েছিল এবং তার বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি