সিরিয়ায় মসজিদে বিমান হামলায় নিহত ৪২
প্রকাশিত : ১২:৩৮, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১২:৩৮, ১৭ মার্চ ২০১৭
সিরিয়ার আলেপ্পোতে একটি মসজিদে বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা-- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বিদ্রোহী নিয়ন্ত্রিত আল জিনেহ শহরে এ হামলা হয়। ওই সময় মসজিদে আসরের নামাজ পড়ছিলেন মুসুল্লিরা। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। মার্কিন নাকি রুশ বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর মাত্র একদিন আগেই দামাস্কার আদালত চত্বরে আত্মঘাতি বোমা হামলায় নিহত হন কমপক্ষে ৩১ জন।
আরও পড়ুন