ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সিরিয়ায় সিআইএ’র কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১২:২২, ২১ জুলাই ২০১৭

সিরিয়ায় আসাদবিরোধীদের সমর্থনে সিআইএ’র গোপন কার্যক্রম ‌বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

বুধবার যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টে সিআইএ’র কার্যক্রম বন্ধের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে আসাদকে উৎখাতে সিআইএ’র গোপন তৎপরতা শুরু হয়। ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধে ইরান ও রাশিয়া আসাদের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করে আসছে। আর যুক্তরাষ্ট্র আসাদবিরোধীদের সমর্থন দিয়ে আসিছল।

জানা গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে সক্রিয় বিদ্রোহীদের গোপনে অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়ার যে কার্যক্রম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) চালিয়ে আসছিল, তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত। সিআইএ’র গোপন তৎপরতায় খুব কম সফলতা এসেছে। তাই এটি বন্ধের সিদ্ধান্ত নেয় ট্রাম্প। সূত্র: আল-জাজিরা।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি