ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সিলেটে বিজিবি-চোরাচালানিদের গোলাগুলি, কিশোর নিহত

প্রকাশিত : ০৯:০১, ২২ জানুয়ারি ২০১৯

সিলেটের কানাইঘাট উপজেলায় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সিরাজ আহমদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় বিজিবির চার সদস্যও আহত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সনাতনপুঞ্জি সীমান্তে এ ঘটনা ঘটে। কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সিরাজ আহমদ সনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মুতলিবের ছেলে বলে জানা গেছে।

ওসি আব্দুল আহাদ জানান, সোমবার সন্ধ্যায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি দল সীমান্তবর্তী সুনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাকারবারীদের আনা ২৫ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেন। এ সময় শতাধিক চোরাকারবারী একত্রিত হয়ে সিগারেট ছিনিয়ে নিতে বিজিবির উপর পাথর ও গুলি ছুড়ে হামলা চালালে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সিরাজ আহমদ নামের ওই কিশোর।

নিহত সিরাজের বাবা আব্দুল মুতলিব সাংবাদিকদের জানান, সোমবার বিকালে সিরাজকে সুরইঘাট বাজারে কেনাকাটা করতে পাঠিয়েছিলেন তিনি। সন্ধ্যার পরে তিনি তার ছেলের মৃত্যুর খবর পান।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি