ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

সিয়েরা লিওনে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪০৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১৯ আগস্ট ২০১৭

সিয়েরা লিওনে বন্যা পাহাড়ধসে এখন পর্যন্ত ৪০৯ জনের প্রাণহানি ঘটেছে ছয় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন এদিকে বৈরি আবহাওয়ার মধ্যেই শুক্রবার উদ্ধার তৎপরতা চালিয়েছেন দেশটির উদ্ধার কর্মীরা। খবর আলজাজিরার।

সোমবার সকালে ফ্রিটাউনে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর এখন পর্যন্ত চারশ নয় জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে রেড ক্রস।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইলহাদজ অ্যাস সাই জানান, আজকে (শুক্রবার) আমাদের হিসাবে চার শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে।

জাতিসংঘের জেনেভা কার্যালয়ের মুখপাত্র মানবিক বিষয়ক সমন্বয়ক জেনস লেয়ার্ক জানান, এখন পর্যন্ত অনেকেই নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওইসব ভুক্তভোগীদের উদ্ধারের সম্ভাবনা থাকলেও দিন দিন সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

গত বৃহস্পতিবারই তিনশ জনকে গণকবর দেয়া হয়েছে। গণকবর দেয়ার আগের দিন এক বিবৃতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছিল, মর্গে এসে তারা যেন স্বজনদের মরদেহ চিহ্নিত করেন। অন্যথায় বৃহস্পতিবার এবং শুক্রবার মরদেহগুলো যথাযথ সম্মানের সঙ্গে দাফন করা হবে। সূত্র : আল জাজিরা।

 

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি