ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

সীমান্তে হত্যা বাড়ায় বিজিবির উদ্বেগ; অনাকাঙিক্ষত বলছে বিএসএফ

প্রকাশিত : ১১:৩১, ১৫ জুন ২০১৯ | আপডেট: ১৩:৫৬, ১৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হলে রাতের বেলা বাংলাদেশীদের সীমান্ত অতিক্রম বন্ধ করতে হবে বলে পরামর্শ দিয়েছেন বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি`র প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ। একই সঙ্গে সাম্প্রতি সময়ে সীমান্তে বাংলাদেশি হত্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আজ শনিবার রাজধানীর পিলখানায় বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তবে এমন হত্যাকে অনাকাঙি্ক্ষত বলছে বিএসএফ বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা। তিনি বলেন, প্রাণঘাতী নয় (নন-লেথাল), এমন অস্ত্র ব্যবহারের ফলে সীমান্তে মৃত্যুর ঘটনা কমে এসেছে বলেও দাবি করেন তিনি।

তবে মানবাধিকার কর্মীরা বলছেন, বিজিবির পক্ষ থেকে স্থানীয়ভাবে কোন কোন ঘটনার জোরালো প্রতিবাদ জানানো হলেও তাতে কোন আমল দেয়া হয় না। এ নিয়ে সীমান্তে বসবাসকারী মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ড তদন্তে বিজিবি ও বিএসএফের যৌথ তদন্ত দল কাজ করবেও বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি