ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সুখের সন্ধান দিলেন অভিনেতা জিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আমরা সব সময়েই তাকে হারায়ে খুঁজি। তাকে পাওয়ার জন্যই এত আয়োজন, এত ব্যস্ততা ও কত প্রকার কর্মযজ্ঞ। কিন্তু সব সময়ে খুঁজে পাই কী? ঠিকই ধরেছেন আমি কথা বলছি সুখ নিয়ে, আনন্দ নিয়ে। আর এই সুখ আনন্দকে গরুখোঁজা খুঁজতে গিয়ে আমরা বেশিরভাগ সময়ে ভুলে যাই, সুখের বাসা তো আমাদের অন্তরেই।

আর সেই বহু পুরাতন অথচ চির সত্য কথাটাই ফের একবার সকলকে মনে করিয়ে দিলেন অভিনেতা জিৎ। নিজের টুইটার অ্যাকাউন্টে এই অভিনেতা সম্প্রতি একটি ছবি শেয়ার করেন। নায়কের সেই ছবির পিছন থেকে সূর্যরশ্মি এসে ঘরে পরছে। এমন ছবিই বোধহয় একটা সুন্দর, ইতিবাচক সকালের বার্তা দেয়।

নিজের পজিটিভিটির জন্য এমনিতেই জিৎ ইন্ডাস্ট্রিতে পরিচিত। এ বার সেটাই তিনি আরও একবার প্রমাণ করলেন এই পোস্টের মাধ্যমে।

জিৎ ছবির ক্যাপশনে লেখেন, ‘আনন্দকে বাইরে কোথাও খুঁজতে যেও না, সে তোমার অন্তরেই আছে।’

তথ্যসূত্র : এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি