ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সুতাবাড়িয়া নদীতে সেতু না থাকায় দুর্ভোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পটুয়াখালীর সুতাবাড়িয়া নদীতে সেতুর অভাবে জেলা সদরের সাথে দশমিনা ও গলাচিপার এখনও সরাসরি সড়ক যোগাযোগ গড়ে ওঠেনি। এতে চরম দুর্ভোগে দুই উপজেলার বাসিন্দারা। এছাড়া সংস্কারের অভাবে অকেজো হয়ে আছে জেলার প্রায় ৫ শতাধিক লোহার ব্রিজ।

দশমিনা ও গলাচিপা উপজেলাকে ভাগ করেছে এই সুতাবাড়িয়া নদী। একটিমাত্র সেতুর অভাবে দুই উপজেলার বাসিন্দাদের যোগাযোগে এখনও নৌকাই ভরসা। বর্ষায় দুর্ভোগ বেশ বাড়ে। রোগী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি হয় সীমাহীন।

শুধু এই দুই উপজেলা নয়; জেলা সদরের সাথে দশমিনার সড়ক যোগাযোগও তৈরি হয়নি সেতুর অভাবে। তাই দ্রুত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদেরও।

শিগগিরই সেতু নির্মাণ করা হবে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা।

এছাড়া জেলার ৮ উপজেলায় এক হাজার ২০৭টি লোহার সেতুর মধ্যে ৭৩৫টিই ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।

তবে এগুলো সংস্কার ও মেরামতের আশ্বাস দিলেন এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

জনদুর্ভোগ বিবেচনায় লোহার ব্রিজগুলো সংস্কার এবং সুতাবাড়িয়া নদীর ওপর নতুন সেতু নির্মাণের দাবি পটুয়াখালীবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি