ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সুদানে বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্লিনিক স্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১৮ মার্চ ২০২৩ | আপডেট: ১০:০৩, ১৮ মার্চ ২০২৩

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সুদানে বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্লিনিক স্থাপন করা হয়েছে। শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্ট সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়।

গত ১৪ মার্চ মিশন এলাকা সফরকালে এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

স্থানীয় জনগণ এই মহতী উদ্যোগকে সাদরে গ্রহণ করেছে। এসময়ে তারা বাংলাদেশের জাতীয় সঙ্গত গেয়ে, জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অনুকরণ এবং জাতির পিতাকে নিয়ে রচিত বাংলা গান- ‘তুমি বাংলার ধ্রুবতারা’ গেয়ে আনন্দোৎসবে বিষয়টি উদযাপন করেন।

তাদের এই উদযাপন ও ভালোবাসা আবারও প্রমাণ করেছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের অন্যান্য দেশের জনগণের মনেও স্থান করে নিয়েছেন। যা তাকে বিশ্ব নেতার আসনে আসীন করেছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশী ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, সুদানের ১৪ ডিভিশন কমান্ডার, কাদুগলির গভর্নর, সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটর, দক্ষিণ করডোফান প্রদেশের পুলিশ কমিশনার, স্থানীয় ভিলেজ প্রধানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি