ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জে আসক এর উদ্যোগে ত্রান বিতরণ

প্রকাশিত : ২৩:২৭, ১৪ জুলাই ২০১৯

সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর,বড়পাড়া, রাধানগর পয়েন্ট,ওয়েজখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের ঐ সমস্ত পয়েন্টে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফজলুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতা এড.আজাদুল ইসলাম রতন, আসক ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আলমগীর, আইনবিষয়ক সম্পাদক এড. মিজানুর রহমান,সহ-সভাপতি মো. ফারুক মিয়া, মানবাধিকারকর্মী আতিকুর হক, মানবাধিকারকর্মী মকবুল হাসান, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান, আলী হায়দার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক সজীব দাস শুভ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,সরকার সব সময় জনগণের পাশে ছিল এবং আছে। সুনামগঞ্জে বন্যা যদিও নতুন কোন দুর্যোগ নয় তারপরও এবারের বন্যা একটু ব্যতিক্রম। পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই সময়টাকে বন্যার্তদের পাশে দাড়াঁতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি