ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জে দশম শ্রেণির ছাত্রীর বিয়ে পণ্ড

প্রকাশিত : ১৮:১৬, ১১ জুলাই ২০১৯

ঘটা করে সুনামগঞ্জের তাহিরপুরে দশম শ্রেণির স্কুল ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন সম্পন্ন করার পর সেই বিয়ে পণ্ড করে দিয়েছে থানা পুলিশ। উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও গ্রামে বুধবার এ বাল্য বিয়ে পণ্ড করে দেয়া হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই উপজেলার কলাগাঁও গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী স্কুলছাত্রীর সঙ্গে একই গ্রামের আব্দুল করিমের ছেলে শফিক মিয়ার সঙ্গে পুর্ব নির্ধারিত বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আয়োজন চলছিল।

দুপুরে বরযাত্রীসহ অতিথিরা কনের বাড়ি গিয়ে ভুড়িভোজ করার পর বিকালে বর কনের চার হাত এক করে দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সব প্রস্তুতি চলছিল। কিন্তু বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়রা এ বাল্য বিবাহের আয়োজনের বিষয়টি তাহিরপুর থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেন।

থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান তাৎক্ষণিকভাবে শ্রীপুর ইউপি চেয়ারম্যান হাজী খসরুল আলম, বিদ্যালয় প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও স্থানীয়দের কনে বাড়িতে পাঠিয়ে বিয়ের আয়োজন বন্ধ করান।

পরবর্তীকালে বর কনে উভয়ের অবিভাবকদের বুঝিয়ে এ বাল্য বিবাহের সব আনুষ্ঠানিকতা বন্ধ করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি