ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সুনামগঞ্জে পূর্ব বিরোধীতার জেরে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত : ১৫:০৩, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০৩, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে পূর্ব বিরোধীতার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সুনামগঞ্জে মদনপুর ও জগজীবনপুর গ্রামের বাসিন্দাদের পাশ্ববর্তী একটি বিলে মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে সোমবার মদনপুরের বাসিন্দাকে জগজীবনপুরের লোকদের মারধর করে। তার জেরে মঙ্গলবার দুপুরে জগজীবনপুরের লোকজন মদনপুরের এলাকার কয়েকজনের উপর হামলা চালায়। এসময় দুই গ্রামবাসীই দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে  উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি