ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৫০, ৩০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু ছোট মজনু বাহিনীর প্রধান নিহত হয়েছে।

রোববার সকালে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের কালাবগি স্টেশনের আরবানিয়া খাল এলাকায় রোববার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি একনলা বন্দুক, আটটি গুলি ও দুইট রামদা উদ্ধার করে। নিহত রউফ ওরফে রউফুলের (৪২) বাড়ি খুলানার কয়রা উপজেলায়।

র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘ছোট মজনু বাহিনীর’ সদস্যরা স্থানীয় জেলে ও মৌয়ালদের কাছ থেকে চাঁদাবাজি করত, অপহরণও করত। গত শুক্রবার কালাবগি স্টেশনের স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়কে ‘হত্যার উদ্দেশ্যে’ জলদস্যু বাহিনীর সদস্যরা গুলি করে।

এ ঘটনায় জড়িতদের ধরতে র‌্যাব অভিযান শুরু করে। সকালে আরবানিয়া খাল এলাকায় তারা অভিযান শুরু করলে ছোট মজনু বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

তিনি বলেন, প্রায় আধাঘণ্টা উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে দস্যুবাহিনী পিছু হটলে তারা রউফের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি