ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৭, ১৬ আগস্ট ২০২১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে রনি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার দাদী ও বোনসহ আরও তিনজন আহত হয়েছেন। 

সোমবার দুপুর ২টার দিকে উত্তর কাটাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রনি আক্তার ওই গ্রামের নুরুল হকের মেয়ে। সে স্থানীয় চরআমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। আহতরা হচ্ছেন, নুর জাহান বেগম (৭০), সোনিয়া আক্তার (১৫) ও তানিয়া আক্তার (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে ধানের খড় মজুদ রাখার জন্য একটি কাঁচা গাছ কাটে তারা। পরে একটি গর্ত করে ওই গাছটি গর্তে ডুকানোর কাজ করছিলো তারা। এসময় গাছটির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে সাথে গাছটি লাগলে বিদ্যুতায়িত হয়ে আহত হয় তারা ৪ জন। পরে আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি