ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

নোয়াখালী সদরে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:২৫, ২৯ মার্চ ২০২০

নোয়াখালী সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে ১০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রবিবার দুপুরে জেলা প্রশাসক তন্ময় দাস ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামছুউদ্দিন জেহান উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ ও আলু।      

এসময় সদর উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন জেহান বলেন, করোনা ভাইরাস এর কারনে যে সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে প্রতি সপ্তাহে ১০ হাজার মানুষের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও বৃদ্ধি করা হবে।          

এ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, ব্যবসায়ী গোলাম জিলানী দিদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি