ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ২১ জুলাই ২০১৯

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) ফেনীর আমেনা সিরাজ কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সালেহ ইকবাল ও মো. ওমর ফারুক খান। 

প্রধান অতিথির ভাষণে মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক বিশ্বস্ততা, আমানতদারিতা, সততা ও স্বচ্ছতার প্রতীক। কোটি গ্রাহকের আস্থা ও ভালোবাসা, গণমানুষের অকুন্ঠ সমর্থন, কর্মকর্তাদের সততা, দক্ষতা ও আন্তরিকতা ইসলামী ব্যাংকের ধারাবাহিক সাফল্যের চালিকাশক্তি। 
তিনি বলেন, ইসলামী ব্যাংকের আমানত ২০১৯ সালের প্রথম ছয় মাসে ৫ হাজার কোটি টাকা বেড়ে প্রায় ৮৭ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। 

এ সময় তিনি সময়োপযোগী সহজতর আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবার মাধ্যমে আর্থিক উৎকর্ষ সাধনে কর্মকর্তাদের আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান মাহমুদুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কুতুব উদ্দিন ও মো. মোরশেদ আলম। 

সম্মেলনে ব্যাংকের নোয়াখালী জোনের নির্বাহী, ২১টি শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

এনএস/কেআই 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি