ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

সুরকার অনুপ ভট্টাচার্য এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ৭ মে ২০২১

Ekushey Television Ltd.

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, অনুপ ভট্টাচার্য তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে এদেশের সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। 

উল্লেখ্য, সুরকার অনুপ ভট্টাচার্য (৭৫) গতকাল বৃহস্পতিবার (০৬ মে) আনুমানিক সাড়ে সাতটার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিকে ভুগছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি