ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সেই বিমান এখন ঢাকায়

প্রকাশিত : ২২:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের প্লেন ময়ূরপঙ্খী ছিনতাইয়ের চেষ্টার চারদিন পর সে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে।

বিমানটি বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ২২ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সরওয়ার-ই-জামান।

তিনি বলেন, ‘ছিনতাইয়ের চেষ্টার পর গত চারদিন বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল। বুধবার রাত ৯টা ২২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে আসে।

২৪ ফেব্রুয়ারি বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা জরুরি অবতরণ করান। ফ্লাইটটি চট্টগ্রাম থেকে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পরপরই ছিনতাই চেষ্টার ঘটনা ঘটে। পরে রানওয়েতে অবস্থান করা প্লেনটি ঘিরে রাখে পুলিশ, র‌্যাব ও সেনা কমান্ডোর সদস্যরা। পরে কমান্ডো অভিযানে নিহত হন ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদ।

পলাশ আহমেদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে।

এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি নগরের পতেঙ্গা থানায় পলাশ আহমেদ ও অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার। এ মামলা তদন্তের দায়িত্ব পান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।

রাজেশ বড়ুয়া বলেন, ‘মামলার তদন্ত চলছে। জব্দ করা আলামত আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি