ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

সেইফ হোমে বেড়ে উঠা বিপাশার বিয়ে মহা ধুমধামে অনুষ্ঠিত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সিলেটে মহা ধুমধামে অনুষ্ঠিত হয়েছে সেইফ হোমে বেড়ে উঠা বিপাশা আক্তার মুন্নির বিয়ের আনুষ্ঠানিকতা। শুক্রবার নানা আয়োজনে মুন্নিকে তুলে দেয়া হয় বর আব্দুল লতিফের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। বর-কনেকে শুভেচ্ছা জানাতে আসা প্রায় তিনশ’ অতিথিকে আপ্যায়ন করা হয়।

২০১১ সালে দিরাই থানা এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিলো বিপাশা আক্তার মুন্নী। তখন তার বয়স ছিল ১১ বছর। পরিবারের সদস্যদের খোঁজ না পাওয়ায় পুলিশ তাকে হস্তান্তর করে সেইফ হোমে। সেখানে ৩ বছর রাখা হয় মুন্নীকে। তারপর থেকে বসবাস সিলেট সরকারি বালিকা শিশু পরিবারে।

সেই মুন্নির বিয়ে। সুন্দর করে সাজানো হয় সরকারি বালিকা শিশু পরিবারকে। কমতি ছিল না আনন্দ-আয়োজনেও।

মুন্নীর শ্বশুরবাড়ি দিরাইয়ে। বর আব্দুল লতিফ একজন ব্যবসায়ি। নতুন ঠিকানায় মুন্নী যাতে ভালো থাকে সে ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানিয়েছে তার স্বামী।

দীর্ঘদিনের বসবাসের জায়গা ছেড়ে যেতে কষ্টের কথা জানায় মুন্নী। তবে, সবার ভালোবাসায় নতুন ঠিকানা পাওয়ার আনন্দও তার চোখেমুখে।

নিজ সন্তানকে স্বামীর হাতে তুলে দেয়ার আনন্দই যেন সমাজসেবা কর্মকর্তাদের চোখে।

বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। আপ্যায়ন করা হয় প্রায় তিনশ’ অতিথিকে।

ঠিকানাহীন প্রায় একশ’ শিশু রয়েছে সিলেট সরকারি শিশু পরিবারে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি