ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সেচমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাত গ্রামের কৃষকের বিক্ষোভ

প্রকাশিত : ২২:২৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯

নাটোরের সিংড়ায় চলতি বোরো মৌসুমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন র্কতৃপক্ষের গভীর ও অগভীর নলকুপের সেচ মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাত গ্রামের কৃষক।

মঙ্গলবার চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার বড়গাঁও, রঘুকদমা, হাতিয়ান দিঘী, ছাতুয়া, মহিষগারী, তাড়াই, বড়ইচড়া গ্রামের শতাধিক কৃষক ফসলের মাঠ এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন করে।

বরেন্দ্র বহুমুখী প্রকল্পের অধীন এই সাত গ্রামের ২’শ একর জমিতে স্থাপন করা ৩টি গভীর নলকুপের সেচ মূল্য প্রতি ঘণ্টায় ১২৫ টাকা নির্ধারণ করেছে। অথচ মালিক পক্ষের অপারেটররা তা মানছেন না। তারা কৃষকদের কাছ থেকে ২ হাজার ৮শত থেকে ৩ হাজার টাকা পর্যন্ত সেচমুল্য আদায় করছেন।

বিষয়টি তদন্ত করে নির্ধারিত সেচমূল্যের চেয়ে কেউ বেশি নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন সেচ কমিটির সভাপতি।

কেআই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি